ঢাকা ওয়াসার কর্মসম্পাদন সহায়তা কমিটির আহবায়ক মিজ সুরাইয়া আখতার জাহান (অতিরিক্ত সচিব) মহোদয়ের সভাপতিত্বে আগামী ১৬.০৭.২০২৫ তারিখ বুধবার সকাল ১১:০০ ঘটিকায় ওয়াসা ভবনস্থ শীতলক্ষ্যা কনফারেন্স হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। উক্ত মতবিনিময় সভায় ঢাকা ওয়াসার সকল অফিস/বিভাগ/জোন/সার্কেল/প্ল্যান্ট/প্রকল্প/দপ্তর প্রধানকে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ হলো।